Header Ads

YouTube এর ভিডিও সরাসরি Facebook এ প্লে করুন।

YouTube এর ভিডিও ফেসবুকে আপলোড করলে সরাসরি প্লে হয় না এবং থার্ডপার্টি ওয়েবসাইট হিসেবে দেখায়। আমরা ফেসবুক এ Direct ভিডিও আপলোড দিলে যেমন দেখায় ইউটিউব এর ভিডিও শেয়ার করলে তেমন দেখায় না। তো আজকে আমি দেখাব যে কিভাবে ইউটিউব এর ভিডিও ফেসবুক আপলোড করবেন।

*প্রথমে আপনি যে ভিডিও ফেসবুক এ শেয়ার করতে চান সেই ভিডিওর লিংক কপি করুন তার পর এই Link এ যান।

*দেখবেন একটা বক্স আছে সেই বক্সে আপনার ইউটিউব এর লিংক তা পেস্ট করে কনভার্ট এ ক্লিক করুন তারপর copy URL এ ক্লিক করে আপনার নতুন লিংক টি কপি করুন।

*এখন আপনি এই লিংকটি ফেসবুক এ শেয়ার করুন দেখবেন ফেসবুক এ direct ভিডিও আপলোড দিলে যেভাবে ভিউ হয় সেভাবে হচ্ছে।


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.