Header Ads

ট্রানজিস্টর || Transistor

ট্রানজিস্টর! আজকের মডার্ন কম্পিউটার গুলোর এতো ছোট সাইজ কে প্রদান করেছে। অবশ্যই এই ট্রানজিস্টর, একে আপনি সুইচের সাথে তুলনা করতে পারেন। একটি কম্পিউটার প্রসেসর এবং মেমোরিতে লাখো কোটি বিটস সংরক্ষিত করার প্রয়োজন হয়, আর প্রত্যেকটি বিট সংরক্ষন করে প্রত্যেকটি সুইচ।
চিন্তা করে দেখেছেন, একটি কম্পিউটারে লাখো সুইচ আটাতে চাইলে সেটার সাইজ কতো বড় হয়ে যাবে? সৌভাগ্য বসত আমাদের কাছে এই ন্যানোমিটার আকারের সুইচ রয়েছে, যেটার হাতের তালুর চেয়েও কম সাইজে কোটি সুইচ এঁটে যাচ্ছে। ট্রানজিস্টর গুলোকে দিন দিন আরো ছোট আকারের করা হচ্ছে, এতে কম্পিউটারের প্রসেসিং পাওয়ার আরো বেড়ে যাচ্ছে আরো বেশি সুইচ অ্যাড করা হচ্ছে ফলে আরো পাওয়ারফুল কম্পিউটার আমাদের সামনে চলে আসছে। আজকে আপনার হাতের স্মার্টফোনের সাইজ এতো ছোট আর এতো শক্তিশালী এর জন্য শুধু মাত্র দায়ী এই ট্রানজিস্টর।
© all the information are collected from Google


No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.